• ভাই বড় ধন রক্তের বাঁধন
              মোঃ আব্দুল্লাহ-আল-মাহতাব খান

 


ভাই বন্ধু শৈশবের স্মৃতি
মনে পরে কি! সেই সে প্রীতি।
হাতেখড়ি আর অংক বিদ্যা
সহজ করতে ভাইয়ের চেষ্টা।
বছর শেষে ফল দেখে তাই
আমার চেয়েও খুশি।
মায়ের বকুনি বাবার শাসনে
ভাই ছিল মোর কষ্ট লাঘবে,
যত অনুযোগ তারই কাছে
সেই কথা কি! আছে আজও মনে?
পাড়ার যত দুষ্ট ছেলে
পারেনি কভু চোখ রাঙাতে
ভাই যে আমার সদাই পিছে
জানতো সবাই সদা ভীত মনে।
আগলে রেখেছে যে ভাই মোরে
তার কথা কি, আছে আজও মনে?
কষ্টের আয়ে স্বপ্নে আমি
সংকটে তারে কাছে পেয়েছি,
হয়েছি সফল এ ধরাধামে
তার কথা কি! আছে আজও মনে ?
ভাই বড় ধন, রক্তের বাঁধন
নেই আজ মোর, তাকে প্রয়োজন?
যে সদা রাখে ভাই’কে স্মরণে
সেই তো মানুষ খোদার আরশে।